মেহেরপুরের গাংনী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রহিম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের উপজেলার ছাতিয়ান গ্রামের কামার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম একই গ্রামের খবির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির সামনে মসজিদ পরিষ্কার করে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে মোটরসাইকেল চালক পলাতক রয়েছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মনোজিৎ কুমার নন্দী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।