Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যা মামলায় স্বামী রনি হোসেনকে (৩৯) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলামের আদালত এই রায় দেন। এ সময় আসামি উপস্থিতি ছিলেন। রায়ে এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের কথা বলা হয়েছে। 

কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রফিকুল ইসলাম লালন বলেন, ‘স্ত্রী রত্না হত্যা মামলায় জড়িত আসামি রনির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এ রায় দিয়েছেন।’ 

রনি হোসেন সদর উপজেলার বটতৈল ৪ মাইল এলাকার বাসিন্দা। এ মামলায় অপর আসামি সাজাপ্রাপ্ত রনির মা লিলি খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। 

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ জুন বিকেলে পূর্ব পরিকল্পনানুযায়ী শহরে ভাড়া বাসায় রনি তার স্ত্রী রত্না খাতুনকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। নেশাগ্রস্ত ও জুয়াড়ি রনির সঙ্গে দাম্পত্য কলহ ছিল রত্না খাতুনের। এ ঘটনায় পরদিন ১৬ জুন নিহতের ছোট ভাই বিশাল হোসেন হত্যার অভিযোগ এনে রনি ও শাশুড়ি লিলি খাতুনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। 

মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ৩১ আগস্ট এজাহার নামীয় দুজনের বিরুদ্ধে সদর থানার পুলিশের উপপরিদর্শক মো. আব্দুল কাদের আদালতে চার্জশিট দেন।

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ