Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

তালায় কৃষককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

তালা ও পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি 

তালায় কৃষককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আরিজুল মোড়ল (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আরিজুল মোড়ল তালার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আক্কাস মোড়লের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে পাশের বাড়ি থেকে খেয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আরিজুল মোড়ল। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকালে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার ধারে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনদের খবর দেয়। নিহতের শরীরে ও মাথায় একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। 

কাশিয়াডাঙ্গার স্থানীয় সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান ও তালা পাটকেলঘাটা সদর সার্কেল হ‌ুমায়ূন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আলামত উদ্ধারের চেষ্টা চলছে। আজ দুপুর পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ