সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে৷ আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এডিবির অর্থায়নে এই বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের তালিকাভূক্ত ৩৩ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে এই বাইসাইকেল দেওয়া হয়েছে। উপকারভোগীদের মধ্যে ২৩ জন ছাত্র ও ১০ জন ছাত্রী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডির উপজেলা প্রকৌশলী নাজিমুল হক এবং কর্মচারী শরিফুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।