সাতক্ষীরার তালায় আব্দুল কাদের মোড়ল (৭০) নামের একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে তালা সদর ইউনিয়নের আটারই গ্রামে। নিহত আব্দুল কাদের মোড়ল আটারই গ্রামের মুছাদ্বে মোড়লের ছেলে।
নিহতের ভাই রুহুল মোড়ল বলেন, একই এলাকার নরিম মোড়লের ছেলে আশরাফ মোড়ল ও জাকিরুল মোড়লদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। কাদের মোড়ল বাড়ি তৈরি করার জন্য তাদের শরিকদের জমির ওপর বালু রাখেন। আজ মঙ্গলবার সকালে বালু রাখাকে কেন্দ্র করে কাদের শেখের ওপর আশরাফ মোড়ল ও জাকির মোড়লরা হামলা চালান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তালা উপজেলা কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সাতক্ষীরায় আছি। হত্যাকাণ্ডের বিষয়টি আমার জানা নেই।’