প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর (চুয়াডাঙ্গা): দর্শনা চেকপোস্ট দিয়ে আরও ৬৫ জন বাংলাদেশি ভারত থেকে ফিরেছেন। তাদের মধ্যে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাকে সদর হাসপাতালে আইসোলেশনে নেওয়া হয়েছে। এ ছাড়া শরীরে করোনা উপসর্গ থাকায় আরও তিনজনকে সদর হাসপাতালের করোনা ইউনিটের ইয়েলো জোনে রাখা হয়েছে।
জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে দর্শনা চেকপোস্ট দিয়ে গত আট দিনে ৬১২ জন দেশে ফিরলেন।
জানা যায়, গতকাল সোমবার কলকাতায় বাংলাদেশ দূতাবাসের ছাড়পত্র (এনওসি) নিয়ে দর্শনা চেকপোস্ট দিয়ে ৬৫ জন দেশে ফেরেন। বিশেষ নিরাপত্তায় মাইক্রোবাসযোগে ১৬ জনকে ঝিনাইদহে, ২৭ জনকে কুষ্টিয়ায়, ১৮ জনকে মেহেরপুর ও অন্যান্য রোগে অসুস্থ তিনজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ সরকার লকডাউনে ভারতে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর ব্যবস্থা নেয় সরকার। এরপর ১৬ মে খুলে দেওয়া হয় দর্শনা চেকপোস্ট। ভারতে আটকা পড়া বাংলাদেশিদের ওই দিন থেকে দেশে ফেরার কথা থাকলেও কলকাতায় বাংলাদেশ দূতাবাসের ছাড়পত্র (এনওসি) সংক্রান্ত জটিলতায় সেদিন কেউ দেশে ফিরতে পারেননি। তবে পরদিন ১৭ মে ১১ জন দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন। ১৭ মে থেকে গতকাল ২৪ মে পর্যন্ত সাত দিনে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৬১২ জন দেশে ফিরেছেন। এর মধ্যে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাঁদের সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাতেহ্ আকরাম জানান, ভারত ফেরত আরও একজনকে সদর হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে। পূর্বের নয়জনসহ বর্তমানে সদর হাসপাতালের আইসোলেশনে আছেন দশজন। করোনা শনাক্ত দশজনেরই শারীরিক অবস্থা ভালো আছে। এ ছাড়া ৯ মে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরা করোনা আক্রান্ত এক ব্যক্তি সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়। গতকাল তার নমুনা পরীক্ষার রিপোর্ট করোনাভাইরাস নেগেটিভ আসায় তাঁকে ছুটি দেওয়া হয়েছে।