যশোর প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে উপজেলার একটি গ্রামের লিচুবাগানে এ ঘটনা ঘটে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঝিকরগাছা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধার করে। পরে অভিযোগের ভিত্তিতে মোবাইল ফোন নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমে সন্ধ্যায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার একটি ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাপ্পী, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাবেদ হোসেন ও আমিনুর রহমান। এ ঘটনায় ওই তরুণী থানায় মামলা করবেন বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, জেলার মনিরামপুর উপজেলার এক তরুণী (১৯) বেনাপোলে খালার বাড়ি থেকে ফিরছিলেন। পথিমধ্যে চার যুবকের সঙ্গে তাঁর পরিচয়। এ সময় তাঁরা ওই তরুণীকে ফুলবাগান দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে একটি লিচুবাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যান। পরে স্থানীয়দের মাধ্যমে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে। এরপর সন্ধ্যায় অভিযুক্ত চার যুবককে আটক করা হয়।
খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী নিশাত আল নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা বলেন, ‘কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো অপরাধীর ঠাঁই নেই। অভিযুক্ত দুজনকে বহিষ্কার করা হয়েছে।’
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘ওই তরুণীকে ভুল বুঝিয়ে পটুয়াপাড়া গ্রামে আসামি জাবেদ হোসেনের লিচুবাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁরা তরুণীকে ধর্ষণ করেন। মেয়েটি ফোনে ঝিকরগাছা থানা-পুলিশকে ঘটনা জানায়। খবর পেয়ে তাঁকে উদ্ধার করেছি। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
যশোরের ঝিকরগাছায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে উপজেলার একটি গ্রামের লিচুবাগানে এ ঘটনা ঘটে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঝিকরগাছা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধার করে। পরে অভিযোগের ভিত্তিতে মোবাইল ফোন নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমে সন্ধ্যায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার একটি ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাপ্পী, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাবেদ হোসেন ও আমিনুর রহমান। এ ঘটনায় ওই তরুণী থানায় মামলা করবেন বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, জেলার মনিরামপুর উপজেলার এক তরুণী (১৯) বেনাপোলে খালার বাড়ি থেকে ফিরছিলেন। পথিমধ্যে চার যুবকের সঙ্গে তাঁর পরিচয়। এ সময় তাঁরা ওই তরুণীকে ফুলবাগান দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে একটি লিচুবাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যান। পরে স্থানীয়দের মাধ্যমে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে। এরপর সন্ধ্যায় অভিযুক্ত চার যুবককে আটক করা হয়।
খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী নিশাত আল নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা বলেন, ‘কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো অপরাধীর ঠাঁই নেই। অভিযুক্ত দুজনকে বহিষ্কার করা হয়েছে।’
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘ওই তরুণীকে ভুল বুঝিয়ে পটুয়াপাড়া গ্রামে আসামি জাবেদ হোসেনের লিচুবাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁরা তরুণীকে ধর্ষণ করেন। মেয়েটি ফোনে ঝিকরগাছা থানা-পুলিশকে ঘটনা জানায়। খবর পেয়ে তাঁকে উদ্ধার করেছি। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
পটুয়াখালীর দশমিনায় প্রায় দেড় বছর আগে মারা যাওয়া এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সম্প্রতি মামলা হয়েছে। মামলায় তাঁকে ৩৫ নম্বর আসামি করা হয়েছে। ওই নেতার নাম মো. হারুন সরদার (৫২)। তিনি উপজেলার আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
২ মিনিট আগেরাজধানীর মিরপুরে শাহ আলী থানা এলাকায় রনি (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে শাহ আলী থানাধীন রাসেল পার্কের সামনে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে...
২৯ মিনিট আগেকক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় মুজিবুর রহমান (৩৭) নামের এক অটোরিকশার চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পাহাড়তলী বাজারে এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগেনীলফামারীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের হরিবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে