Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

গাংনীতে তাপপ্রবাহে বেড়েছে সুপেয় পানির সংকট, ফসল নিয়ে দুশ্চিন্তায় চাষি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গাংনীতে তাপপ্রবাহে বেড়েছে সুপেয় পানির সংকট, ফসল নিয়ে দুশ্চিন্তায় চাষি

দীর্ঘ তাপপ্রবাহের পর দেশের অনেক জায়গাতেই নেমেছে স্বস্তির বৃষ্টি। কিন্তু মেহেরপুরের গাংনী উপজেলায় এখনো দেখা নেই বৃষ্টির। এতে বিভিন্ন গ্রামে দেখা দিয়েছে পানির সংকট। অনেক টিউবওয়েলে পানি উঠছে না। অথচ গ্রামে সুপেয় পানির জন্য নলকূপই শেষ ভরসা। তাই যেখানে পানি পাওয়া যাচ্ছে সেখানে ভিড় করছেন মানুষ। এদিকে মাঠের সেচপাম্পে পানি কম ওঠায় ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। 

বামন্দী মাঠের সেচপাম্পের মালিক হাবিবুর রহমান বলেন, ‘আমার মটরে পানি উঠছে না ঠিকমতো। সেচ দিতে গিয়ে খুব ভোগান্তি হচ্ছে। এ সময় বোরো ধানে সেচ দিতে না পারলে ক্ষতি হয়ে যাবে। এ ছাড়া মাঠে পাট, মরিচ সবজিসহ বিভিন্ন ফসল রয়েছে। সেগুলোর জন্যও সেচ দেওয়া জরুরি।’ 

ঝোড়াঘাট গ্রামের মো. লিখন আলী বলেন, ‘কয়েক দিন আগে আমি ঢাকা থেকে বাড়ি এসেছি। প্রচণ্ড দাবদাহে খুব কষ্ট হচ্ছিল। গোসল করতে গিয়ে দেখি টিউবওয়েলে পানি উঠছে না। আর যতটুকু উঠছে তা খুব নোংরা। পরে পাশের বাড়িতে গিয়ে গোসল করে আসি। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে পানি নিচে নেমে গেছে।’ 

স্থানীয় ইলেকট্রিশিয়ান মিস্ত্রি সুজাউদ্দিন বলেন, ‘আমরা বিভিন্ন গ্রামে মটরের কাজ করতে যাচ্ছি। অনেক বাড়িতে দেখছি টিউবওয়েলে পানি উঠছে না। মনে হচ্ছে পানির স্তর অনেক নিচে নেমে গেছে।’ 

শিক্ষাপ্রতিষ্ঠানের টিউবওয়েলও পানি খুব কম উঠছে বলে জানান শিক্ষক-শিক্ষার্থীরা। দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিব ফেরদৌস বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে পানির লেয়ার নিচে নেমে গেছে। এ জন্য টিউবওয়েল থেকে পানি কম উঠছে। শিক্ষার্থীরা টিউবওয়েল থেকে পানি তুলতে গিয়ে দেখছে পানি কম উঠছে। 

তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. তৌহিদুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন গ্রামের টিউবওয়েলে পানি ভালো উঠছে না। এ ছাড়া মাঠের সেচপাম্পেও পানি কম উঠছে। এর সমাধান আল্লাহর রহমতের বৃষ্টি ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। 

গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজ কল্লোল জানান, গাংনী উপজেলায় প্রায় ৮০ হাজার গভীর ও অগভীর নলকূপ রয়েছে। এর মধ্যে প্রায় ২০ হাজার নলকূপ অকেজো হয়ে পড়েছে। আমরা নতুন ৭৪টি গভীর ও অগভীর নলকূপ স্থাপন করব। আশা করছি এই মাসের মধ্যেই কাজ শুরু হবে।

প্রথম নারী এসপি পেল যশোর

ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে