Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন 

চুয়াডাঙ্গায় হেরোইনের মামলায় আব্দুল্লাহ আল মামুন নামের (৩৫) এক যুবককে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাসুদ আলী আসামির উপস্থিতিতে এই রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি আব্দুল্লাহ আল মামুন দামুড়হুদা উপজেলার দশমীপাড়ার নজরুল ইসলামের ছেলে।

মামলা জানা গেছে, ২০১৭ সালের ৯ জুন বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দর্শনার দক্ষিণচাদপুর গ্রামে মামুনের ভাড়া বাড়িতে অভিযান চালান। এ সময় মামুনের ঘরের সঙ্গে দোকানে কাঠের বক্সের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় একটি পলিথিনের ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগ থেকে ২ কেজি ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে। 

মামলায় আরও উল্লেখ করা হয়, মামুনকে আটক করে দামুড়হুদা মডেল থানায় মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম। ৯ জুন দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার তদন্তভার দেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপপরিদর্শক আবুল কালাম আজাদকে। তিনি ২০১৭ সালের ৬ আগস্ট আব্দুল্লাহ আল মামুনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মামুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ