Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ঢাবিতে ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

চৌগাছা (যশোর) প্রতিনিধি

ঢাবিতে ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর বহিরাগত ছাত্রদলের সশস্ত্র বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে যশোর জেলা ছাত্রলীগ। আজ রোববার দুপুরে যশোর জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, করোনাকালীন ক্ষতি কাটিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে ছাত্রছাত্রী ও শিক্ষকেরা যখন প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই ছাত্রদলের ক্যাডাররা অছাত্র-বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে অস্ত্রশস্ত্রসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিবেশ নষ্ট করে অস্থিতিশীল করার অপকৌশল করছেন। সাধারণ ছাত্ররা তাঁদের সেই আশায় পানি ঢেলে দিয়েছেন। তাঁদের ক্যাম্পাসে ঢুকতে দেয়নি। নিরাপদ ক্যাম্পাসে ছাত্রদলের এই সশস্ত্র হামলার প্রতিবাদে এবং ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন রাখতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ পাশে থাকবে। 

বক্তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সেখানে ছাত্রদল বা জামাত-বিএনপি দেশের শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে যাবে তখন ছাত্রলীগ বসে থাকবে না। রাজপথে থেকে সঠিক জবাব দিয়ে দেবে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। 

প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন-যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, সহসভাপতি রুহুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক  মেহেদী হাসান রনি প্রমুখ।

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ