বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ফুফাতো ভাইদের ছুরিকাঘাতে মশিউর রহমান হাজরা (২৮) নামের এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে উপজেলার টেংরাখালী এলাকার হাজরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এক বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের দুই ফুফাতো ভাইকে আটক করেছে।
নিহত মশিউর রহমান হাজরা কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের প্রয়াত মাসুদ হাজরার ছেলে। আটক ব্যক্তিরা হলেন একই গ্রামের হাজরাপাড়া এলাকার ইনদাদ শেখের ছেলে মো. সাব্বির (২৮) ও মো. বায়েজিদ (২০)। তাঁরা নিহতের ফুফাতো ভাই।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মামাবাড়ির সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের দুই ফুফাতো ভাইকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
স্থানীয়রা জানান, মামাবাড়ির সম্পত্তি নিয়ে ফুফাতো ভাইদের সঙ্গে বিরোধ চলে আসছিল মশিউরদের। এর জেরে আজ বুধবার সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে দুই ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে জখম হন মশিউর। স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মনি শংকর পাইক বলেন, ‘মশিউর রহমান হাজরা নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। তাঁর ফুসফুসের বাঁ পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।’