কুষ্টিয়ার কুমারখালীতে ডাম্প ট্রাক–মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে পুলিশের উপপরিদর্শক ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কালুর মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন–দৌলতপুর থানার উপপরিদর্শক মো. শহিদুল ইসলাম (৫৫)। তিনি মাগুড়া জেলার শ্রিপুর থানার আমলসার গ্রামের মৃত আনোয়ার হোসেন মোল্লার ছেলে। আজ দুপুরে দাপ্তরিক কাজে খোকসা থানায় যাওয়ার পথে তিনি দূর্ঘটনার শিকার হন বলে জানান দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
এবং মনির হোসাইন (২২), তিনি উপজেলার সদকী ইউনিয়নের ঝাউতলা এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার শিলাইদহের আসাদুল ইসলাম (৬০), চড় চাপড়া গ্রামের মো. আরমান (৬০) ও তাঁর স্ত্রী মালেকা খাতুন (৪৫), শেরকান্দি গ্রামের হাসেন আলী (৬০), খোকসা উপজেলার গোসাইডাঙ্গী গ্রামের মমতাজ বেগম (৪০), ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রামের মো. রুহুল (১৯) ও রিয়াজুল (৩০)।
প্রত্যক্ষদর্শী হারুন অর রশিদ হারুন বলেন, ‘মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নয়জন গুরুতর আহত হলে তাঁদের হাসপাতালে পাঠানো হয়।’
ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘ট্রাক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক উপপরিদর্শক ও ইবির এক ছাত্র নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক ট্রাক ও মাহেন্দ্র গাড়িটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’