Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

কবর না দিয়ে মরদেহ ঘরে রেখে মাজার বানানোর চেষ্টা, এলাকাবাসীর বাধা

ফয়সাল পারভেজ, মাগুরা

কবর না দিয়ে মরদেহ ঘরে রেখে মাজার বানানোর চেষ্টা, এলাকাবাসীর বাধা

মাগুরা সদরের কাশিনাথপুর এলাকার একটি ঘরকে ঘিরে এলাকায় দেখা দিয়েছিল উত্তেজনা। সেই ঘরে আট দিন ধরে মরদেহ রেখে মাজার বানানোর চেষ্টা চলছিল বলে জানা গেছে। মরদেহ কবর না দিয়ে ঘরের দরজা প্লাস্টার করে বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ সোমবার এলাকাবাসী সেই ঘরটি ভেঙে মরদেহ স্থানীয় কাশিনাথপুর গোরস্থানে কবর দিয়েছেন। 

জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম তৈয়ব আলী। তিনি কিডনি সমস্যায় গত ২২ আগস্ট মারা যান। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহটি ঘরে রেখে পুরো দরজাটি বন্ধ করে দেওয়া হয়। তৈয়ব আলী বিয়ে করেননি। তাঁর বাবার নাম মৃত আরজু কারিকর। কোনো এক পীরের অনুসারী ছিলেন তিনি। মরদেহটি ঘর ভেঙে কবর দেওয়ার প্রক্রিয়ার মধ্যেই তাঁর ছোট ভাই হাশেম মোল্লা মানুষের ক্ষোভ দেখে পরিবার নিয়ে পালিয়ে যান। 

স্থানীয় সজল হোসেন আজকের পত্রিকাকে বলেন, গত ২২ আগস্ট তাঁর মৃত্যু হয়েছে। তাঁর জানাজায় তাঁর আত্মীয়স্বজন এবং ভক্তরা অংশ নেয়। ভক্তদের কাউকে আমরা চিনি না। জানাজা শেষে তাঁকে তাঁর বসবাসের ঘরে নিয়ে রাখা হয়। ভক্তরা ইট, বালু ও সিমেন্ট দিয়ে দরজা বন্ধ করে দেন। ওই ঘরে কোনো জানালা না থাকায় ঘরের ভেতরে কী আছে আমরা কেউ বলতে পারছি না। 

স্থানীয় কমিশনার আসিফ আল আসাদ মেলিন আজকের পত্রিকাকে জানান, মুসলিম হয়েও তাঁর কবর দেওয়া হয়নি। তাঁকে ঘরে রেখে অন্যরা ঘরের একমাত্র প্রবেশের দরজা প্লাস্টার করে বন্ধ করে দেয়। এই ঘরটিকে মাজার করতে চেষ্টা করা হয়েছিল। ঘরটিকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে নেশা দ্রব্যের আড্ডাও জমে ওঠে। এলাকাবাসীর ক্ষোভের মুখে ঘরটি ভেঙে আমরা মরদেহটি ইসলামি নিয়ম অনুসারে কবর দিয়েছি।

বোনের বাড়ি বেড়াতে গিয়ে ‘ধর্ষণের’ শিকার শিশু, শ্বশুর ও স্বামী পুলিশ হেফাজতে

সাবেক স্ত্রীর সঙ্গে ‘পরকীয়া’, খালুর ২ চোখ তুলে নেওয়ার চেষ্টা ক্ষুব্ধ যুবকের

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ