Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে ৩৫ হাজার মাছের ঘের ভেসে ক্ষতি ৭০ কোটি টাকা 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ৩৫ হাজার মাছের ঘের ভেসে ক্ষতি ৭০ কোটি টাকা 

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাগেরহাটে ব্যাপক জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। জোয়ার ও জলোচ্ছ্বাসের পানিতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। এর ফলে জেলার অন্তত ৩৫ হাজার মৎস্য ঘেরের মাছ ভেসে গেছে। 

ক্ষতিগ্রস্ত এসব ঘেরে সাদা মাছ, কাঁকড়া, চিংড়ি মাছের পোনার চাষ করতেন চাষিরা। এসব মাছ ও পোনা ভেসে যাওয়ায় চাষিদের অন্তত ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল। 

এ ছাড়া ঝড়-জলোচ্ছ্বাসে ঘেরের পাড়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে ঘেরের তিন কোটি টাকার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। 

চাষিদের তথ্য অনুযায়ী, রামপাল উপজেলায় সবচেয়ে বেশি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। রামপাল উপজেলার দক্ষিণ মল্লিকের বেড়ে গ্রামের মাছ চাষি মোহাম্মদ রেদওয়ান মারুফ বলেন, ‘ঝড় জলোচ্ছ্বাসে ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকার সবাই প্রায় নিঃস্ব হয়ে গেছে। আর কয়েকটা দিন পরই আমরা মাছ বিক্রি করতে পারতাম, কিন্তু রিমাল আমাদের শেষ করে দিয়ে গেল।’ 

জোয়ার ও জলোচ্ছ্বাসের পানিতে ভেসে যাওয়া মাছের ঘেরবাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাগেরহাটের মৎস্য চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে আমরা আজ সোমবার দুপুর পর্যন্ত ক্ষয়ক্ষতি নিরূপণ করেছি। রাতভর যদি বৃষ্টি হয় তাহলে আরও বেশি ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে চাষিদের। ঝড় থামলে আমরা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা ও পরিমাণ দেওয়া হবে।’

খুলনায় হত্যা মামলার আসামি ‘চরমপন্থী’ শাহিন দুর্বৃত্তের গুলিতে নিহত

মিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

দেশবিরোধী চক্রান্তের অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদের নেতা গ্রেপ্তার

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যু: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের খেলোয়াড়কে মারধর

মাগুরার শিশু ধর্ষণ: কাল মিলবে ময়নাতদন্ত প্রতিবেদন, যোগ হবে হত্যা মামলা

মাগুরার শিশুটির পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের

নিখোঁজ নারীর লাশ মিলল তামাকখেতে

কুষ্টিয়ায় শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্তের দোকানে অগ্নিসংযোগ