Ajker Patrika

বৈষম্যবিরোধী ছাত্র ও নাগরিক কমিটির নেতা-কর্মীদের ওপর হামলায় মামলা, চার নেতাকে অব্যাহতি

কুষ্টিয়া প্রতিনিধি
নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা ও দলের পদ বাতিলসহ দায়িত্ব থেকে অব্যাহতি পত্র। ছবি: আজকের পত্রিকা
নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা ও দলের পদ বাতিলসহ দায়িত্ব থেকে অব্যাহতি পত্র। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে হামলায় আহত নাগরিক কমিটির প্রতিনিধি সুলতান মারুফ তালহা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় হামলার সঙ্গে জড়িত থাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি ও ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীসহ ১৪ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পরে রাতেই পুলিশ মামলার ৪ নম্বর আসামি প্রকৌশলী তৌহিদকে গ্রেপ্তার করেছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ঘটনার পর কুষ্টিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার পদ বাতিলসহ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি। অব্যাহতি প্রাপ্তরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সদস্যসচিব মুখলেছুর রহমান, জেলা শাখার সদস্য সুমন আহমেদ, সদর উপজেলা কমিটির যুগ্ম সদস্যসচিব এস এম মুবাশ্বির মাহমুদ ও যুগ্ম সদস্যসচিব তালহা জুবায়ের নাবিল।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান বলেন, সংগঠনটির কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় নেতৃবৃন্দদের মতামত ও আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে, তাঁরা প্রত্যেকেই সংগঠন বিরোধী ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

এর আগে রোববার রাত ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে আহত হয় জেলা কমিটির সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, নাগরিক কমিটির সদস্য সুলতান মারুফ তালহা, আলভী, ইব্রাহিম, জুবায়ের, নয়ন, আলী আহসান, সোহান ও রেজোয়ান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সন্ধ্যায় আসামিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শহরের কাটাইখানা মোড়ে অবস্থিত শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগার ভাঙচুরের জন্য আসে। এ সময় বাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধাদের নিয়ে তাঁদের প্রতিহত করার চেষ্টা করলে আসামিরা তাঁদের ধাওয়া দেয়। তাঁরা সেখান থেকে কুষ্টিয়া সরকারি কলেজে মাঠে অবস্থান নিলে সেখানে গিয়েও আসামিরা হামলা চালায়।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনাকে পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা আখ্যায়িত করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা জামায়াত। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত