খুলনার ডুমুরিয়ায় বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। আজ বুধবার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন খর্নিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন।
আহতরা হলেন ডুমুরিয়ার বরুনা গ্রামের শাহাজানের ছেলে আজিজুর রহমান (২৬), হরিশপুরের আজাদ হোসেনের দুই মেয়ে আকলিমা (৩২) ও আফরোজা আক্তার আঁখি (২৩), চেচুড়ি গ্রামের রিনা সুলতানা (৩৫), একই এলাকার আফজাল আলীর ছেলে ইমন (৪৫) এবং মাইক্রোবাসের অজ্ঞাত ব্যক্তি।
ইনচার্জ শওকত জানান, আজ বিকেল ৪টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসে একটি যাত্রীবাহী বাস। এ সময় ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়ন পরিষদের সামনে এলে ডুমুরিয়ার রানাই গ্রাম থেকে আসা বরযাত্রীবাহী মাইক্রোবাসকে ধাক্কা দেয় বাসটি। এতে ছয়জন আহত হন।
আহতদের মধ্যে মাইক্রোবাসটির অজ্ঞাত চালক ও যাত্রী ইমনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস খর্নিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে। বাসের চালক ও তাঁর সহকারী পলাতক রয়েছেন বলে জানান ইনচার্জ শওকত।