শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
নানিশাশুড়ি ঠাট্টা করার জেরে মিম ইসলাম (১৮) নামের নববধূ কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
আজ বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সিরাজপুর গ্রামে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই গ্রামের ইয়াদ আলীর সঙ্গে এক মাস আগে মিমের বিয়ে হয়।
ইয়াদ আলীর ভাগনে আরিফুল বলেন, বিয়ের পর প্রথমবার মামিকে নিয়ে তাঁদের বাড়ি বেড়াতে আসেন মামা। এ সময় নতুন বউ দেখতে আসা প্রতিবেশী নারীদের সামনে তাঁর নানি নাতবউকে নিয়ে ঠাট্টা করেন। এতে মনঃক্ষুণ্ন হয়ে ঘরে থাকা কীটনাশক পান করেন মামি। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডা. শাকির হোসেন বলেন, প্রয়োজনীয় চিকিৎসা চলছে। কীটনাশক পান করা গৃহবধূর অবস্থা স্থিতিশীল।