Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

গাংনীর একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্রটি সচলের দাবি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গাংনীর একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্রটি সচলের দাবি

মেহেরপুরের গাংনীর মোহাম্মদপুর-চরগোয়াল গ্রামের মরা নদীতে ৩০ বছর আগে স্থাপন করা হয় মৎস্য অবতরণ কেন্দ্র। একসময় জেলে, শ্রমিক, মাছ ব্যবসায়ীদের পদচারণায় জমজমাট ছিল এই কেন্দ্র। ধীরে ধীরে নদী থেকে পানি কমতে থাকা, জায়গা না বাড়ানোসহ একাধিক করণে বন্ধ হয় যায় এটি। এমন অবস্থায় সংস্কার করে পুনরায় চালুর দাবি স্থানীয়দের। 

স্থানীয়রা জানান, উপজেলার অধিকাংশ জেলে, শ্রমিক ও মাছ ব্যবসায়ী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই কেন্দ্রে মাছ অবতরণ, বেচাকেনা করতেন। দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত এই মৎস্য অবতরণ কেন্দ্র বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। জরাজীর্ণ পন্টুন, মাছ ওঠানামার জেটি, পানিসংকটের পাশাপাশি মাছ রাখার পর্যাপ্ত জায়গা না থাকায় প্রতিদিনই অতিরিক্ত খরচ করে জেলার বাইরে মাছ বিক্রি করতে হচ্ছে সংশ্লিষ্টদের। ফলে অতিরিক্ত খরচ বাড়ার পাশাপাশি নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। 

তাঁদের দাবি, এই মৎস্য অবতরণ কেন্দ্র থেকে বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ীরা মাছ কিনতে আসতেন। এটি সংস্কার করে চালু করা হলে মাছচাষি ও ব্যবসায়ীরা লাভবান হবেন। 

স্থানীয় বাসিন্দা মো. শরিফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে মৎস্য অবতরণ কেন্দ্রটি পড়ে নষ্ট হচ্ছে। এটি সংস্কার করা জরুরি। 

মাছ ব্যবসায়ী মো. মনিরুল ইসলাম বলেন, ‘আমরা পাশের জেলাগুলোতে মাছ বিক্রি করতে যাই। এই মৎস্য অবতরণ কেন্দ্র আবার চালু হলে আমরা লাভবান হব।’ 

আরেক মাছ ব্যবসায়ী মো. কামাল উদ্দিন বলেন, ‘খাল-বিল ও পুকুর থেকে মাছ ধরে এনে এই মৎস্য অবতরণ কেন্দ্রে বেচাকেনা হতো। বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তাই দ্রুত চালুর দাবি জানাই।’ 

উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার মো. সহিদুর রহমান বলেন, ঝুঁকিপূর্ণ ভবন, জরাজীর্ণ পন্টুন ও পানির সংকটের পাশাপাশি মাছ রাখার পর্যাপ্ত জায়গা না থাকায় প্রতিদিনই অতিরিক্ত খরচ করে জেলার বাইরে মাছ বিক্রি করতে হচ্ছে। এ কারণে ভোগান্তি পোহাচ্ছেন জেলে, মৎস্য শ্রমিক ও ব্যবসায়ীরা। তাই সমস্যা সমাধান করে দ্রুত মৎস্য অবতরণ কেন্দ্রটি চালুর চেষ্টা করা হবে।

যশোরে খালুর দুই চোখে উপর্যুপরি আঘাত করে পালিয়েছেন যুবক

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল