Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় ২ মাসের শিশুর লাশ উদ্ধার, মা গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ২ মাসের শিশুর লাশ উদ্ধার, মা গ্রেপ্তার

সাতক্ষীরা শহরের উপকণ্ঠ রইচপুরে মমতাজ খাতুন নামের দুই মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ সোমবার ভোররাতে নিহতের মা সুরাইয়া ইয়াসমিন মুক্তাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার সুরাইয়া ইয়াসমিন রইচপুর গ্রামের মুজাফফর হোসেনের মেয়ে ও খুলনার গিলাতলা এলাকার মুছা শেখের স্ত্রী। তিনি বাবার বাড়িতেই এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকেন। শিশুর লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম। 

রইচপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন জানান, শিশু মমতাজ খাতুনকে গতকাল রোববার বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনেরা রাত ১১টার দিকে বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। এ সময় সুরাইয়া খাতুন মেয়ে মমতাজকে পানিতে ডুবিয়ে হত্যার কথা স্বীকার করেন। 

জাকির হোসেন বলেন, ‘সুরাইয়াকে মাঝেমধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে দেখা যায়। এর আগে নিজের ছেলেকেও হত্যার চেষ্টা করেছিলেন তিনি।’ 

ওসি মোহিদুল ইসলাম বলেন, ‘নিজের মেয়েকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মানসিক ভারসাম্যহীন নারী সুরাইয়া খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা মুছা শেখ সুরাইয়া খাতুনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

নৌকার প্রার্থী ঠাঁই পেলেন বিএনপির কমিটিতে

জীবননগর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিকসহ আটক ২৩

দাবি মেনে নেওয়ায় কুয়েট শিক্ষার্থীদের বিজয় মিছিল

৩ শ্রীলঙ্কানকে জিম্মি করে আড়াই কোটি টাকা মুক্তিপণ আনার চেষ্টা

তদন্ত ছাড়া কুয়েট উপাচার্য ও সহ-উপাচার্যকে অব্যাহতি ন্যায়বিচারের পরাজয়: শিক্ষক সমিতি

আমি বুঝতে পারছি না, আমার অপরাধটা কী: কুয়েট উপ-উপাচার্য

রূপসায় ৭ সহযোগীসহ জুনায়েদ বাহিনীর প্রধান গ্রেপ্তার

বাগেরহাটে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার

৫৭ ঘণ্টা অনশনের পর কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি