চুয়াডাঙ্গার দর্শনা রেলস্টেশনে দুটি আন্তনগর ট্রেনের বিরতিসহ ছয় দফা দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন দর্শনাবাসী। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় দর্শনা হল্ট স্টেশনে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেন আটকে এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়ান আন্দোলনকারীরা।
‘দর্শনার জন্য আমরা’ নামের একটি সংগঠনের ঘোষিত রেলপথ অবরোধ আন্দোলন কর্মসূচিতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সমাজ সেবক ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রেলপথ অবরোধ আন্দোলনে অংশ নিয়ে বক্তারা বলেন, ‘দর্শনা হল্ট স্টেশনে সুন্দরবন আপ ও চিত্রা ডাউন ট্রেনের যাত্রাবিরতি এই দর্শনাবাসীর প্রাণের দাবি। অথচ রহস্যজনক কারণে দর্শনায় এ দুটি ট্রেনের বিরতি নেই। এতে মধ্যরাতে দুর্ভোগে পড়তে হয় দর্শনাসহ আশপাশের হাজার হাজার মানুষের।’ এ সময় দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ এস এম জাকারিয়া আলম বলেন, ‘রেলগেটে ওভারপাস, আন্ডারপাস নির্মাণ, রেলওয়ে কনটেইনার টার্মিনাল নির্মাণ, খুলনা-দর্শনা রেলপথে ডাবল লাইনের কাজ দ্রুত শুরু, বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পুনরায় দুটি এসি কোচ ও কোচ সংখ্যা বৃদ্ধি করতে হবে।’
আন্দোলনকারীদের মধ্যে আরও বক্তব্য দেন ‘দর্শনার জন্য আমরা’ সংগঠনের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবু, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম প্রমুখ।