Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ করায় যাত্রীকে মারধর, অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

ঝিনাইদহ প্রতিনিধি

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ করায় যাত্রীকে মারধর, অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত
ঝিনাইদহ বাস টার্মিনালে লাঞ্ছিত হন ম্যাজিস্ট্রেট। ছবি: ভিডিও থেকে

ঝিনাইদহ বাস টার্মিনালের কাউন্টারে টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগ করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে অভিযোগ দেন ওই ব্যক্তি। অভিযোগ পাওয়ার পর বাস টার্মিনালের কাউন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্ষিপ্ত হয়ে অভিযোগকারী ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে বেধড়ক মারধর করেন পরিবহনশ্রমিকেরা। লাঞ্ছিত করা হয় ম্যাজিস্ট্রেটকে।

ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে গতকাল বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমেও যাত্রীকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ওই যাত্রীর নাম–পরিচয় জানা যায়নি।

ঢাকাগামী যাত্রী তাকরিমুজ্জামান বলেন, ‘আমরা যাত্রীরা পরিবহন শ্রমিকদের কাছে জিম্মি। কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখের সামনে এক যাত্রীকে মারধর করেছে। আমাদের নিরাপত্তা কোথায়?’

তাকরিমুজ্জামান বলেন, বেশি ভাড়া নেওয়ায় পূর্বাশা পরিবহনের ঝিনাইদহ কাউন্টারের বিরুদ্ধে অভিযোগ করেন ওই যাত্রী। অভিযোগ পেয়ে প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসালে পরিবহনশ্রমিকেরা অভিযোগকারী যাত্রীকে মারধর করে ও ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করে।

স্থানীয় লোকজন জানান, বিকেল ৫টার দিকে এক ব্যক্তি জরুরি সেবা নম্বরে কল করে পূর্বাশা পরিবহনের ঝিনাইদহ কাউন্টারে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ঝিনাইদহ সদরের সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাসের নেতৃত্বে ওই কাউন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান শুরু হলে অন্যান্য বাস কাউন্টারের কর্মচারীরা ধর্মঘট শুরু করেন। এ সময় তাঁরা ভ্রাম্যমাণ আদালতকে অবরুদ্ধ করে অভিযোগকারী যাত্রীকে মারধর করেন।

ঝিনাইদহ পরিবহন বাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানু বলেন, ‘জেলার একজন এসিল্যান্ড তাঁর বহর নিয়ে আমাদের বাস কাউন্টারে সঠিক ভাড়া নেওয়া হচ্ছে কি না মনিটরিং করতে এসেছিলেন। তিনি কাউন্টারে এসে ভাড়া বেশি নেওয়া হচ্ছে মন্তব্য করার কারণে এখানে যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁরা মনঃক্ষুণ্ণ হন। সে সময় এসিল্যান্ড পূর্বাশা কাউন্টারে অবস্থান করেন।’

রোকনুজ্জামান রানু আরও বলেন, ‘যদি ভাড়া বেশি নিয়ে থাকে, প্রশাসন আমাদের জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কিন্তু এলোমেলো এসে যদি জরিমানা করা হয়, তাহলে ভুল বোঝাবুঝির ফলে অনেক সময় বড়ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।’

সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস বলেন, ‘ঢাকা থেকে মেহেরপুর রোডের ভাড়া ৭৫০ টাকা। ঝিনাইদহ থেকে যেসব যাত্রী ঢাকায় যাচ্ছেন, তাঁদের কাছ থেকেও তাঁরা ৭৫০ টাকা ভাড়া নিচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে ৮০০ টাকাও নিচ্ছেন। এমন একটা অভিযোগে পূর্বাশা কাউন্টারে আমরা মনিটরিং করতে যাই। তখন ম্যানেজার ও মালিকের সঙ্গে কথা বললে তাঁরা আমাদের বলেন যে এটা আমাদের ভুল হয়েছে। আমরা পরে ঠিক করে নেব।

পরে পাশের গোল্ডেন লাইনে গেলে সবাই কাউন্টার বন্ধ করে দেয় এবং টিকিট বিক্রি বন্ধ করে একটা হট্টগোল সৃষ্টি করে। তারা একজন যাত্রীকেও মারধর করে। তাকে আমরা সেভ করি।’

সজল কুমার দাস বলেন, ‘কাউন্টার শ্রমিকেরা আমাদের সরাসরি লাঞ্ছিত না করলেও সরাসরি আমাদের অপমান করেছে।’

এ বিষয়ে জানতে ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের কাছে কল করলে তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেছে কি না, জানা নেই।

ধর্ষণের অভিযোগে যবিপ্রবির শিক্ষক সুজন চৌধুরীকে বহিষ্কার

পুলিশ ফাঁড়িতে হামলার শিকার সমন্বয়ক, দুষলেন বিএনপিকে

পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতির পদত্যাগ, বাধ্য করার অভিযোগ

চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

কুয়েটে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ শিক্ষক-শিক্ষার্থীদের, হলের ইন্টারনেট-পানি বন্ধ

পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধে স্থবির যশোর

৩ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

৬টি হলের তালা ভাঙলেন কুয়েট শিক্ষার্থীরা, আইনভঙ্গ বললেন ভিসি

১ কোটি ৬ লাখ টাকার অবৈধ সম্পদ, সাবেক হুইপের নামে দুদকের মামলা