Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

সন্তানদের বাঁচাতে গিয়ে অস্ট্রেলিয়ার সি-বিচে বাংলাদেশি দম্পতির মৃত্যু

খুবি প্রতিনিধি

সন্তানদের বাঁচাতে গিয়ে অস্ট্রেলিয়ার সি-বিচে বাংলাদেশি দম্পতির মৃত্যু
শহিদুল হাসান ও সাবরিনা আহমেদ। ছবি: সংগৃহীত

সন্তানদের বাঁচাতে গিয়ে অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে এক বাংলাদেশি দম্পতির মৃত্যু হয়েছে। আজ শনিবার বাংলাদেশ সময় আনুমানিক বেলা ২টায় অস্ট্রেলিয়ার পার্থের ওয়ালপোল নামক সি-বিচে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে।

নিহত দম্পতি হলেন–খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ৯৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী শহিদুল হাসান স্বপন ও একই ডিসিপ্লিনের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী সাবরিনা আহমেদ পাপড়ি। তাঁরা দুজনে স্বামী-স্ত্রী। স্বপন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

স্বপনের সহপাঠী অস্ট্রেলিয়াপ্রবাসী শাফায়েত হোসেনের বরাতে খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই
অ্যাসোসিয়েশনের (কুআ) সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রবাসী শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি বড়দিনের ছুটিতে অন্য চার-পাঁচটি পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার ওয়ালপোল পশ্চিম শহরে সমুদ্রেসৈকতে ঘুরতে যান। এ সময় তাদের ১০ ও ১৪ বছর বয়সী দুই মেয়ে সমুদ্রে নেমে ভাটার টানে ভেসে যাচ্ছিল। তাৎক্ষণিক সন্তানদের বাঁচাতে সমুদ্রে নেমে পড়েন তাঁরা। সন্তানদের বাঁচাতে পারলেও তাঁরা দুজন জোয়ারে ভেসে যান। পরে স্থানীয় পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে।

এদিকে তাদের অকালমৃত্যুতে খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ও খুলনা বিশ্ববিদ্যালয় প্ল্যানার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন পৃথক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

নৌকার প্রার্থী ঠাঁই পেলেন বিএনপির কমিটিতে

জীবননগর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিকসহ আটক ২৩

দাবি মেনে নেওয়ায় কুয়েট শিক্ষার্থীদের বিজয় মিছিল

৩ শ্রীলঙ্কানকে জিম্মি করে আড়াই কোটি টাকা মুক্তিপণ আনার চেষ্টা

তদন্ত ছাড়া কুয়েট উপাচার্য ও সহ-উপাচার্যকে অব্যাহতি ন্যায়বিচারের পরাজয়: শিক্ষক সমিতি

আমি বুঝতে পারছি না, আমার অপরাধটা কী: কুয়েট উপ-উপাচার্য

রূপসায় ৭ সহযোগীসহ জুনায়েদ বাহিনীর প্রধান গ্রেপ্তার

বাগেরহাটে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার

৫৭ ঘণ্টা অনশনের পর কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি