হোম > সারা দেশ > খুলনা

ইবি ক্যাম্পাসের প্রধান ফটকে বাস আটকে ভাঙচুর

ইবি প্রতিনিধি 

ভাঙচুর করা বাস। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের জেরে একটি বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার মধ্যরাতে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়কদের সঙ্গে ভাঙচুরকারী শিক্ষার্থীদের হাতাহাতি হয়। পরে রাত দেড়টার দিকে বাসটি ছেড়ে দেওয়া হয়।

শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে আসার জন্য কয়েকজন শিক্ষার্থী হাফ ভাড়ার পাস ছাড়া এসবি পরিবহনের বাসে উঠলে সুপারভাইজার তাঁদের নেমে যেতে বলেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে শিক্ষার্থীরা তাঁদের সহপাঠীদের ফোন দিলে প্রধান ফটকের সামনে একটি কোম্পানির দুটি বাস আটকের পর একটি ছেড়ে দেওয়া হয়। বাস আটকের সময় শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান আহত হন। পরে মোস্তাফিজুরের বন্ধুরা আটক বাসে ইট ছুড়ে গ্লাস ভেঙে ফেলেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়কেরা বাধা দিলে ভাঙচুরকারী শিক্ষার্থীরা তাঁদের ওপর চড়াও হন।

ভাঙচুর করা বাস। ছবি: আজকের পত্রিকা

সহসমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন, ‘একদল শিক্ষার্থী হঠাৎ বাসের ওপর ইট ছুড়তে থাকে। আমরা বাধা দিলে আমাদের ওপর হামলার চেষ্টা করা হয়। পরে সিকিউরিটি সেলের কর্মকর্তারা এসে পরিস্থিতি শান্ত করেন।’

এ বিষয়ে ইবির প্রক্টর শাহিনুজ্জামান বলেন, ‘প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাস ভাঙচুরের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

দুদকের অভিযানে মিলল অভিযোগের সত্যতা

শিল্পকর্মগুলো এখন শুধুই স্মৃতি

যৌক্তিক ভাড়া নির্ধারণ চেয়ে বিক্ষোভ

চৌগাছায় বাঁওড় থেকে কোটি টাকার মাছ লুটের অভিযোগ, তদন্তের নির্দেশ

জামিনে মুক্তি মেলেনি যশোর আ.লীগ সভাপতি মিলনের

বর্ণিল সাজে সাগরদাঁড়ি, কাল শুরু মধুমেলা

ফকিরহাটে ওএমএসের ৬০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

মানবিক চিকিৎসক হতে চান, দুশ্চিন্তা খরচ নিয়ে

সাতক্ষীরা একই স্থানে বিএনপির দুই পক্ষের কর্মসূচি, ১৪৪ ধারা জারি

বাবার জানাজা থেকে কণ্ঠশিল্পী মনির খানের আইফোন চুরি

সেকশন