Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

কলেজছাত্র রাব্বি হত্যা মামলায় ৫ আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কলেজছাত্র রাব্বি হত্যা মামলায় ৫ আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে কলেজছাত্র নীরব হোসেন রাব্বি (১৯) হত্যা মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগ এলাকা থেকে র‍্যাব-১২ কুষ্টিয়া ও র‍্যাব-৩-এর অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামিরা হলেন দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি মহিলা মাদ্রাসাপাড়া এলাকার সোয়ায়েব বিশ্বাস (২৩), মাহি বিশ্বাস (৩২), মিদুল মণ্ডল (১৯), রিদয় মণ্ডল (২৫) ও তানহা মণ্ডল (২০)। 

আজ বুধবার দুপুরে র‍্যাব-১২ কুষ্টিয়ার স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

নিহত রাব্বি সোনাইকুন্ডি গ্রামের মসলেম আলীর ছেলে। তিনি স্থানীয় নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। ৩০ আগস্ট দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় রাব্বি। পরে ১৩ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় রাব্বির চাচা ৫ সেপ্টেম্বর থানায় একটি মামলা করেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার আসামিদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

প্রথম নারী এসপি পেল যশোর

ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে