Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

খুবিতে আইন বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন

খুবি প্রতিনিধি

খুবিতে আইন বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘সমসাময়িক বিশ্বের আইনি গতিশীলতা’ শীর্ষক দুই দিনের জাতীয় সম্মেলন শুরু হয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। 

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ্জামান। বিশেষ অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা। 

প্রধান অতিথি বিচারপতি মো. খসরুজ্জামান বলেন, ‘বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে আমাদের দেশেও বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন লক্ষণীয় হয়ে উঠেছে। বিশেষ করে আর্থসামাজিক অবস্থার দ্রুত পরিবর্তন হয়েছে। ফলে আইন ও বিচারের ক্ষেত্রে নতুন নতুন দিক ও সমস্যা উদ্ভূত হচ্ছে। এ প্রেক্ষাপটে আইনের অনেক ক্ষেত্রে সংশোধন ও সংযোজনের প্রয়োজন হয়ে পড়েছে।’ 

তিনি বলেন, ‘সামাজিক বাস্তবতায় মানুষ আইনের দ্বারস্থ হচ্ছে। কম সময়ের মধ্যে বিচারিক কাজ সম্পন্ন করে মানুষের প্রত্যাশা পূরণ বড় চ্যালেঞ্জ। তবে থানায় মামলা হওয়ার পর থেকে আদালতে বিচারকার্য শুরু হওয়ার আগে পর্যন্ত একটি বড় সময় চার্জশিট প্রদানসহ অন্যান্য কারণে বিলম্ব ঘটছে। এটাও বিচার প্রার্থীর বিচার পাওয়ার ক্ষেত্রে দীর্ঘ সূত্র তার কারণ।’ 

বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. মো. ওয়ালিউল হাসানাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম, খুলনা ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ ২৪টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে ১২৮ জন শিক্ষক, গবেষক, শিক্ষার্থী আইন পেশা সংশ্লিষ্টরা অংশগ্রহণ করছেন। সম্মেলনে ৩৭টি নিবন্ধ উপস্থাপন করা হবে। 

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ

রেললাইনের পাশে মিলল অজ্ঞাত যুবকের লাশ

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার