অতীতের কর্মকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা না চাওয়ায় জাতীয় পার্টির (রওশন) কেন্দ্রীয় কমিটি থেকে তিন নেতা পদত্যাগ করেছেন। তাঁরা হলেন সাবেক সংসদ সদস্য (এমপি) ও দলের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল গফফার বিশ্বাস, সহসভাপতি মোল্যা শওকত হোসেন বাবুল ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান। আজ শনিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তাঁরা পদত্যাগের এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রায় ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে অনুগত বিরোধী দলের ভূমিকা পালন করে ফ্যাসিস্টদের দোসর হিসেবে চিহ্নিত হয়েছে জাতীয় পার্টি। শেখ হাসিনার সরকার দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে বিনা ভোট, রাতের ভোট ও ডামি ভোটের সংস্কৃতি চালু করেছিল। তাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টি দায় এড়াতে পারে না।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলা হয়, ‘ভুল স্বীকার বা ক্ষমা চাওয়া রাজনৈতিক সংস্কার ও শিষ্টাচার। অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব এখনো জাতির কাছে ক্ষমা চাননি; বরং পতিত সরকারের পক্ষে কথা বলছেন কোনো কোনো নেতা। জাতির কাছে ক্ষমা চাওয়া বা ভুল স্বীকার করার সময় এসেছে। তাই জাতির কাছে ক্ষমা চেয়ে আমরা জাপার রাজনীতি পরিহার করে সাধারণ জনতার কাতারে শামিল হতে চাই। এ কারণেই আমরা পদত্যাগ করলাম।’
খুলনা জেলা ও মহানগর কমিটি থেকেও অনেক নেতা-কর্মী পরবর্তী সময়ে পদত্যাগ করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।