Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

গাংনীতে সড়কে নছিমন উল্টে চালক নিহত

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গাংনীতে সড়কে নছিমন উল্টে চালক নিহত
মেহেরপুরের গাংনীতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে দুর্ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে নছিমন (শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যান) উল্টে চালক আব্দুল আজিজ মোল্লা (৪০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামন্দী বাজারের অদূরে এ ঘটনা ঘটে।

নিহত নছিমন চালক আব্দুল আজিজ মোল্লা জেলার মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের মৃত খালেক মোল্লার ছেলে।

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক রুবেল রানা। তিনি বলেন, শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে চালক আব্দুল আজিজ গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন।

মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়নের পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সিরাজুল ইসলাম জানান, নছিমনচালক আব্দুল আজিজ টাইলস আনতে কুষ্টিয়া যাওয়ার সময় বামন্দী এলাকায় পৌঁছালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গাংনী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, আব্দুল আজিজ মোল্লাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বানী ইসরাইল জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

নৌকার প্রার্থী ঠাঁই পেলেন বিএনপির কমিটিতে

জীবননগর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিকসহ আটক ২৩

দাবি মেনে নেওয়ায় কুয়েট শিক্ষার্থীদের বিজয় মিছিল

৩ শ্রীলঙ্কানকে জিম্মি করে আড়াই কোটি টাকা মুক্তিপণ আনার চেষ্টা

তদন্ত ছাড়া কুয়েট উপাচার্য ও সহ-উপাচার্যকে অব্যাহতি ন্যায়বিচারের পরাজয়: শিক্ষক সমিতি

আমি বুঝতে পারছি না, আমার অপরাধটা কী: কুয়েট উপ-উপাচার্য

রূপসায় ৭ সহযোগীসহ জুনায়েদ বাহিনীর প্রধান গ্রেপ্তার

বাগেরহাটে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার

৫৭ ঘণ্টা অনশনের পর কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি