ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন দুই সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের অনুমোদন সাপেক্ষে আগামী দুই বছরের জন্য তাঁরা এ দায়িত্ব পালন করবেন। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব শাহীনুর ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০ (সংশোধিত আইন, ২০১০) অনুযায়ী নতুন সদস্যদের মনোনয়ন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ১৯ (১) (ঝ) ধারা অনুসারে বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক ড. মো. আশরাফুর রহমান এবং ঢাকায় অবস্থিত বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল মান্নানকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়।