Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় শিশু নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় শিশু নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গার দোস্ত গ্রামে চুরির অপবাদ দিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন নির্যাতনের শিকার শিশুটির মা। পরে অভিযান চালিয়ে দোকান মালিক ও তাঁর মেয়েকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার দোস্ত গ্রামের মায়ের দোয়া ফ্যাশন হাউজের মালিক আলী আহম্মেদ (৬৫) ও তাঁর মেয়ে রুমানা আক্তার রুমা (২৭)। 

এর আগে রোববার দুপুরে সদর উপজেলায় টাকা চুরির অপবাদ দিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠে দোকান মালিকের বিরুদ্ধে। নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আজ সোমবার সকালে বিষয়টি জানাজানি হয়। নির্যাতনের ঘটনায় পুরো এলাকায় তোলপাড় শুরু হয়। ওই ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবি জানান এলাকাবাসী।

মামলার এজাহারে বলা হয়েছে, দোস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এক শিশু রোববার দুপুরে টিফিনের সময় দোস্ত গ্রামের মায়ের দোয়া ফ্যাশন হাউস ও ফাস্ট ফুডের দোকানে খাবার কিনতে যায়। কিছুক্ষণ পর দোকান মালিকের মেয়ে রুমানা খাতুন ওই শিশুকে বলেন- ‘তুই দোকানের ক্যাশ বক্সে থাকা টাকা চুরি করেছিস।’ ওই শিশু কোনো টাকা চুরি করেনি বলে জবাব দিলে, তাকে দড়ি দিয়ে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে ফেলেন দোকান মালিক আলী আহম্মেদ। পরে ভরদুপুরে রোদের মধ্যে তাকে শারীরিকভাবে নির্যাতন করেন তাঁরা। খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষক গিয়ে তাকে মুক্ত করে নিয়ে যান।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, ওই ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির মা বাদী হয়ে দোকান মালিক ও তাঁর মেয়েকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ

রেললাইনের পাশে মিলল অজ্ঞাত যুবকের লাশ

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

উদীচীর সম্মেলনে বোমা হামলা: ২৬ বছরেও বিচার পাননি নিহতদের স্বজনেরা

ইবিতে বঙ্গবন্ধুর নাম পাল্টে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি