Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

জেলি ঢোকানো ২ মেট্রিক টন চিংড়ি জব্দ, আড়াই লাখ টাকা জরিমানা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

জেলি ঢোকানো ২ মেট্রিক টন চিংড়ি জব্দ, আড়াই লাখ টাকা জরিমানা

যশোরে শরীরে জেলি ঢোকানো দুই মেট্রিক টন চিংড়ি জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শুক্রবার ভোর রাতে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর স্কুলের সামনে তিনটি ট্রাকে অভিযান চালিয়ে এ চিংড়ি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই চিংড়ির মালিক, আট চিংড়ি ব্যবসায়ীর কাছ থেকে আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

চিংড়িগুলোর আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। বিক্রির উদ্দেশ্যে চিংড়িগুলো খুলনার ডুমুরিয়া থেকে নিয়ে যাওয়া হচ্ছিল ঢাকা কারওয়ান বাজারে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—খুলনা জেলার ডুমুরিয়ার মাহিতোষ (৪২), যশোর মনিরামপুরের হুসাইন (৩২), সাতক্ষীরা জেলার কালিগঞ্জের মুনসুর, রানা, আমিরুল ইসলাম, আব্দুর রহমান ও বিকাশ।

যশোর র‍্যাব-৬ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এম নাজিউর রহমান বলেন, ‘র‍্যাবের কাছে গোপন খবর ছিল খুলনার ডুমুরিয়া থেকে তিন ট্রাক ভর্তি চিংড়ি মাছ যাচ্ছে ঢাকার কারওয়ান বাজারে। ওই চিংড়ি মাছে শরীরে অস্বাস্থ্যকর পরিবেশে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একাধিক টিম অবস্থান নেয় যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর স্কুলের সামনে। ভোর ৩টার দিকে চিংড়ি মাছ ভর্তি তিনটি ট্রাক আসলে ঘটনার সত্যতা মেলে।’ 

র‍্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ‘এ অভিযানে উপস্থিত জেলা মৎস্য পরিদর্শক ও (মান নিয়ন্ত্রক কর্মকর্তা) লিপ্টন সরদার তিনটি ট্রাকে থাকা মোট ৬৩টি ককশিট খুলে চিংড়িগুলোর শরীরে জেলি ঢুকিয়ে ওজন বৃদ্ধির অস্তিত্ব পান। এ সময় পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন ২০০৮ এর বিধি ৪ (৪) লঙ্ঘন ৪ (৫) ধারায় চিংড়ি মাছের মালিক মহিতোষকে ১ লাখ টাকা, হুসাইনকে ৩০ হাজার, বাকি ছয়জনের সবাইকে ২০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা জরিমানা করে তা আদায় করেন। পরে চিংড়িগুলো ধ্বংস করা হয়েছে।’ 

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ