বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরের নবনির্মিত কার্গো ভেহিক্যাল টার্মিনালের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের বাণিজ্যিক কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত পরিদর্শন করেছেন নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত তিনি স্থলবন্দর কার্যক্রম পরিদর্শন করেন। পরে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি গতবার কার্গো ভেহিক্যাল টার্মিনাল উদ্বোধন করে গিয়েছিলাম। কিন্তু বন্দরের কিছু সমস্যা ছিল, যেমন—স্ক্যানার মেরামত করতে বলছিলাম এবং আরও অন্যান্য বিষয়ের কাজ দিয়েছিলাম। তাই সেগুলো সচল আছে কি না এবং বন্দরের বাণিজ্য বন্ধ আছে কি না ও সার্বিক প্রস্তুতি ঘুরে দেখলাম।’ বন্দর পরিদর্শক শেষে শহীদ আব্দুলার পরিবারের খোঁজখবর নিতে তাঁর বাড়িতে যান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, বিজিবি দক্ষিণ পশ্চিম অঞ্চলের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, যশোর ৪৯ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ ছিদ্দিকি, শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, বেনাপোল স্থলবন্দর পরিচালক মামুন তরফদার, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়াসহ বন্দর ব্যবহারকারী আমদানি-রপ্তানি ব্যবসায়ীরা।