যশোরের চৌগাছায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর দায়ে মোল্লা ব্রিকস নামের একটি ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাসমিন জাহান বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুসারে উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মোল্লা ব্রিকস নামের একটি ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ২ লাখ টাকা জরিমানা এবং সতর্ক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।