Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

জনগণ ও নেতা-কর্মীদের চাপে স্বতন্ত্র প্রার্থী হয়েছি: উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে সুমন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

জনগণ ও নেতা-কর্মীদের চাপে স্বতন্ত্র প্রার্থী হয়েছি: উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে সুমন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন সুমন নিজেই। নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে এ সিদ্ধান্ত নেন তিনি।

ময়মনসিংহ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনে নৌকায় মনোনয়ন পেয়েছেন সাবেক দুইবারের সংসদ সদস্য ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুছ ছাত্তার।

উপজেলা পরিষদের টানা দুবারের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন আজকের পত্রিকাকে বলেন, টানা দুই ধাপে জাতীয় পার্টির (জাপা) এমপি থাকার কারণে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অস্তিত্বের সংকটে পড়ে যায়। এ অবস্থায় উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশে থেকে তাঁদের সক্রিয় করেছেন তিনি।

মাহমুদ হাসান সুমন বলেন, শুধু তা-ই নয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডের দলীয় নেতা-কর্মীদের নিয়ে কর্মী সমাবেশ করেছেন তিনি। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীসহ সাধারণ জনগণের আস্থা তাঁর ওপরেই। তাঁদের চাপেই স্বতন্ত্র প্রার্থী হতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘২০১৪ সালে প্রথমবার তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাকে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করেন। তখন বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করি। পরের নির্বাচনেও দ্বিতীয়বার আমার জনপ্রিয়তায় জননেত্রী শেখ হাসিনা আমার হাতে নৌকা তুলে দেন। ওই সময় অনেক বাধাবিপত্তির মধ্য দিয়েও বিশাল ভোটের ব্যবধানে নৌকার বিজয় এনে দিই।’

মাহমুদ হাসান সুমন আরও বলেন, ‘জনগণের প্রত্যক্ষ ভোটে টানা দুবার জনপ্রতিনিধি হওয়ার পর এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, হাট-বাজারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমান সরকারের উন্নয়ন বাস্তবায়ন করেছি। শুধু তা-ই নয়, উপজেলা, পৌরসভাসহ তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের পাশে থেকে তাঁদের সুসংগঠিত করেছি। যে কারণে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ জনগণের আমার ওপর আস্থা এবং ভরসার জায়গা তৈরি হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মূলত তাঁদের চাপেই স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এমপি হয়ে তাঁদের আস্থার জায়গাটা ধরে রাখতে পারব ইনশা আল্লাহ।’

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মরণে ‘চিরভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর