Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

মাকে কুড়াল দিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

মাকে কুড়াল দিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে মো. রকিবুল ইসলামকে (২৭) আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোর ৪টার দিকে রক্তমাখা কুড়ালসহ রকিবুলকে আটক করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে পৌর এলাকার রহমতগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আকলিমা বেগম (৫৬)। তিনি ওই এলাকার আবদুর রাশিদের স্ত্রী। 

পরিবার ও স্থানীয়রা জানান, গতকাল রাতে আকলিমা নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। রাত ১টার দিকে ছেলে রকিবুল ইসলাম মায়ের ঘরে কুড়াল নিয়ে প্রবেশ করেন। এ সময় রকিবুল মায়ের মাথায় কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘর থেকে পালিয়ে যান। পরে তাঁর চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন আসেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমকে) হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা শেখ মোস্তাছিনুর রহমান বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল নিয়ে রেললাইন দিয়ে পালাচ্ছিলেন রকিবুল। পরে রাত ৪টার দিকে তাকে আটক করা হয়। মরদেহ উদ্ধার করে মমকে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

মোবাইল নম্বর হ্যাক, ইউএনও পরিচয় দিয়ে ১৫০০ টাকা দাবি

হাট ইজারায় কোটি টাকায় সমঝোতা

জনস্বাস্থ্যের প্রকল্পে দুর্নীতি: জামানতের ৫ গুণ বেশি আদায়

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১১

পাহারাদারকে হত্যা করে গরুর খামারে লুট

টেলিফোন সংযোগ নেই, বিল এল ১৭ হাজার

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক