শেরপুর: শেরপুরে ইউনিয়ন পর্যায়ে নিরাপত্তা ও সঠিকভাবে সেবা প্রদানের লক্ষ্যে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এসব সাইকেল বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) আনার কলি মাহবুব।
এ সময় অতিথি জেলা প্রশাসক বলেন, গ্রাম পুলিশ সদস্যরা প্রত্যন্ত অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করেন। এই বাইসাইকেল দিয়ে তাঁরা আরও ভালোভাবে তাঁদের দায়িত্ব পালন করতে পারবেন।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) এ টি এম জিয়াউল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মিজানুর রহমানসহ গ্রাম পুলিশ সদস্যরা।