ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আজ মঙ্গলবার সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী। মুন্সিরহাট বাজার থেকে এরশাদবাজারে যাওয়ার রাস্তাটি গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দেয় তারা।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার মুন্সিরহাট বাজারের যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম আকাশ মিয়া (১৮)। সে জিগাতলা চক্রনা গ্রামের রিপন মিয়ার ছেলে।
ধোবাউড়া থানার সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) সাইকুল ইসলাম বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। পরে সড়কের ওপর থেকে অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।