ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সেচপাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মাওলানা জুনাইদ আহমেদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার বড়হিত ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। জুনাইদ আহমেদ ওই এলাকার পল্লিচিকিৎসক ফজলুল হক আনোয়ারীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বড়হিত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজিজুল হক মিলন জানান, ঘটনার দিন সকালে জুনাইদ কৃষিখেতে পানি দিতে যান। পানির পাম্পে সংযোগ দেওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।