শেরপুরের নালিতাবাড়ীতে ৫২ বোতল ভারতীয় মদসহ আমিনুল ইসলাম (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আমিনুল ইসলাম শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ভাটিপাড়ার আশা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, কালাপানি বেকারি এলাকায় কয়েকজন মাদক কারবারি বস্তাভর্তি ভারতীয় মদ নিয়ে পাচারের অপেক্ষায় ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ৫২ বোতল ভারতীয় মদসহ পুলিশ আটক করে আমিনুলকে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।