Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইজিবাইকের নিচে পড়ে শিশু নিহত, গরিব চালকের প্রতি অভিযোগ নেই বাবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ইজিবাইকের নিচে পড়ে শিশু নিহত, গরিব চালকের প্রতি অভিযোগ নেই বাবার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাড়ির সামনে জাম কুড়াতে গিয়ে ইজিবাইকের নিচে পড়ে কুলসুম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার মগটুলা ইউনিয়নের মধ্য নাউড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার সাহেদ আলীর কন্যা। ইজিবাইক চালক ‘গরিব ও নির্দোষ’ হওয়ায় তাঁর প্রতি সাহেদ আলীর কোনো অভিযোগ নেই বলে জানিয়েছন। 

নিহত শিশুটির পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে শিশুটি বাড়ির সামনেই রাস্তার পাশে জাম কুড়াতে যায়। এ সময় মাইজবাগ থেকে ছেড়ে আসা মধুপুরগামী একটি ইজিবাইকের নিচে হঠাৎ পড়ে যায় শিশুটি। পরে স্থানীয়রা গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। 

এ বিষয়ে নিহত শিশুর পিতা সাহেদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি গরিব মানুষ। বাজার ঝাড়ু দিয়ে আমার সংসার চলে। যেই বেচারার অটোর নিচে পড়ে আমার মেয়ে মারা গেছে সেও গরিব মানুষ। সত্যি কথা বলতে অটোচালকের কোনো দোষ নাই। আমার মেয়েই হঠাৎ দৌড় দিয়ে অটোর নিচে পড়ে যায়। তাই এই বিষয়ে আমার কোনো অভিযোগ নাই।’ 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে এখন পর্যন্ত নিহত শিশুটির পরিবার কোনো অভিযোগ দেয়নি। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

হাট ইজারায় কোটি টাকায় সমঝোতা

জনস্বাস্থ্যের প্রকল্পে দুর্নীতি: জামানতের ৫ গুণ বেশি আদায়

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১১

পাহারাদারকে হত্যা করে গরুর খামারে লুট

টেলিফোন সংযোগ নেই, বিল এল ১৭ হাজার

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা