প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেওয়া গণটিকার দ্বিতীয় ডোজের ভ্যাকসিন আবারও দেওয়া হবে। আগামী বৃহস্পতিবার থেকে টিকা দেওয়া শুরু হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেশব্যাপী অনুষ্ঠিতব্য করোনা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২১ এর ২য় ডোজ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ হওয়া পর্যন্ত হালুয়াঘাট উপজেলার পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলবে। এর আগে যারা প্রথম ডোজ নিয়েছে সবাই ২য় ডোজ টিকা নিতে পারবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন,২য় ডোজ টিকা প্রদানের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। যারা এর আগে ১ম ডোজ নিয়েছেন তাঁরা ২য় ডোজ টিকা নিতে পারবেন।