ময়মনসিংহ প্রতিনিধি
তীব্র সমালোচনার মুখে ময়মনসিংহের মুক্তাগাছার কনটেন্ট ক্রিয়েটর সাব্বির হোসেন ওরফে ইমু সাব্বির (২৮) মসজিদে গিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এ সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আর কখনো মেয়েলি অঙ্গভঙ্গি করে কনটেন্ট তৈরি করবেন না। গতকাল মঙ্গলবার মুসল্লিদের উপস্থিতিতে উপজেলার কলেজ রোড মসজিদের ইমাম মুফতি আব্দুল হালিম কাসেমীর কাছে ক্ষমা চান তিনি।
সম্প্রতি সাব্বির হোসেনের তৈরি কনটেন্ট নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকে দাবি করেন, এসব কনটেন্ট সমকামিতা উসকে দিচ্ছে। গত রোববার মুক্তাগাছা কলেজ রোড মসজিদের ইমাম মুফতি আব্দুল হালিম কাসেমী ইসরায়েলবিরোধী এক সমাবেশে সাব্বিরের বিচার দাবি করেন। তিনি বলেন, ‘এই সমাজকে কলুষিত করার জন্য ইমু সাব্বির জঘন্য অপরাধ করেছেন। প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, দ্রুত তাঁকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হোক।’
মসজিদের ইমামের এমন বক্তব্যের পর সাব্বিরের বাড়িঘর ভাঙার গুঞ্জন ওঠে; যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এর প্রতিক্রিয়ায় সাব্বির তাঁর ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি বলেন, ‘মুক্তাগাছা আমার প্রিয় জন্মভূমি। এখানে আমি আমার মাকে নিয়ে থাকতে চাই আর এই দুনিয়ায় আমার মা ছাড়া কেউ নেই। আমি ও আমার ভাগনে ফানি ভিডিও করে মানুষকে বিনোদন দিয়ে আসছি চার বছর ধরে। কখনো ছেলে, কখনো মেয়ে হয়ে। কিন্তু তা যে সমকামিতা প্রচার করছে, বুঝতে পারিনি। আমি আর মেয়েলি অঙ্গভঙ্গিতে কনটেন্ট করব না।’
তবে আতঙ্ক কাটাতে গতকাল স্থানীয় মসজিদের ইমামকে নিয়ে কলেজ রোড মসজিদে গিয়ে মুফতি আব্দুল হালিম কাসেমীর কাছে ক্ষমা চান সাব্বির। সেখানে উপস্থিত মুসল্লিদের সামনে তিনি মুচলেকা দেন। যেখানে উল্লেখ করেন, ইসলামবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে তিনি অনেক কনটেন্ট তৈরি করেছেন, যা মুক্তাগাছার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এরপর ইমামের হাত ধরে তিনি শপথ নেন, আর কখনো মেয়েলি অঙ্গভঙ্গিতে কনটেন্ট তৈরি করবেন না।
জাতীয় নাগরিক কমিটি মুক্তাগাছা শাখার সদস্য মাকামে মাহমুদ বলেন, ‘মেয়েলি অঙ্গভঙ্গি দিয়ে কনটেন্ট তৈরি করায় সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে। যে কারণে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। বিষয়টি সমাধান করতে সাব্বির মসজিদে গিয়ে মুচলেকা দেন এবং সেই ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়, যাতে মানুষের ক্ষোভ প্রশমিত হয়।’
মুফতি আব্দুল হালিম কাসেমী বলেন, ‘ইমু সাব্বির যে কনটেন্ট তৈরি করছে, তা সমাজে সমকামিতা উসকে দিচ্ছে। ছাত্র-জনতার নজরে আসায় তারা ক্ষুব্ধ হয়েছে। তাই প্রতিবাদ জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সাব্বির মসজিদে এসে মুচলেকা দিয়েছেন এবং শপথ করেছেন। আমরা তাঁকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে কনটেন্ট ক্রিয়েটর সাব্বির হোসেন আজকের পত্রিকা'কে বলেন, ‘অভাবের সংসারের হাল ধরতে চার বছর ধরে ভিডিও কনটেন্ট তৈরি করে আসছি। বুঝেশুনে কখনো ইসলাম ও সমাজবিরোধী কোনো কাজ করিনি। তবে এখন বুঝতে পেরেছি, এই কাজ করা আমার ঠিক হয়নি। আমি কিশোরগঞ্জ চলে গিয়েছিলাম। পরে ভেবে দেখলাম, প্রিয় জন্মভূমি ছেড়ে থাকা সম্ভব নয়। তাই মসজিদে গিয়ে হুজুরের কাছে ক্ষমা চেয়েছি।’ তিনি আরও বলেন, ‘কিছু ভিডিও ইতিমধ্যে ডিলিট করা হয়েছে। ভবিষ্যতে মেয়েলি পোশাকে আর ভিডিও করব না।’
আরও খবর পড়ুন:
তীব্র সমালোচনার মুখে ময়মনসিংহের মুক্তাগাছার কনটেন্ট ক্রিয়েটর সাব্বির হোসেন ওরফে ইমু সাব্বির (২৮) মসজিদে গিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এ সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আর কখনো মেয়েলি অঙ্গভঙ্গি করে কনটেন্ট তৈরি করবেন না। গতকাল মঙ্গলবার মুসল্লিদের উপস্থিতিতে উপজেলার কলেজ রোড মসজিদের ইমাম মুফতি আব্দুল হালিম কাসেমীর কাছে ক্ষমা চান তিনি।
সম্প্রতি সাব্বির হোসেনের তৈরি কনটেন্ট নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকে দাবি করেন, এসব কনটেন্ট সমকামিতা উসকে দিচ্ছে। গত রোববার মুক্তাগাছা কলেজ রোড মসজিদের ইমাম মুফতি আব্দুল হালিম কাসেমী ইসরায়েলবিরোধী এক সমাবেশে সাব্বিরের বিচার দাবি করেন। তিনি বলেন, ‘এই সমাজকে কলুষিত করার জন্য ইমু সাব্বির জঘন্য অপরাধ করেছেন। প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, দ্রুত তাঁকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হোক।’
মসজিদের ইমামের এমন বক্তব্যের পর সাব্বিরের বাড়িঘর ভাঙার গুঞ্জন ওঠে; যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এর প্রতিক্রিয়ায় সাব্বির তাঁর ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি বলেন, ‘মুক্তাগাছা আমার প্রিয় জন্মভূমি। এখানে আমি আমার মাকে নিয়ে থাকতে চাই আর এই দুনিয়ায় আমার মা ছাড়া কেউ নেই। আমি ও আমার ভাগনে ফানি ভিডিও করে মানুষকে বিনোদন দিয়ে আসছি চার বছর ধরে। কখনো ছেলে, কখনো মেয়ে হয়ে। কিন্তু তা যে সমকামিতা প্রচার করছে, বুঝতে পারিনি। আমি আর মেয়েলি অঙ্গভঙ্গিতে কনটেন্ট করব না।’
তবে আতঙ্ক কাটাতে গতকাল স্থানীয় মসজিদের ইমামকে নিয়ে কলেজ রোড মসজিদে গিয়ে মুফতি আব্দুল হালিম কাসেমীর কাছে ক্ষমা চান সাব্বির। সেখানে উপস্থিত মুসল্লিদের সামনে তিনি মুচলেকা দেন। যেখানে উল্লেখ করেন, ইসলামবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে তিনি অনেক কনটেন্ট তৈরি করেছেন, যা মুক্তাগাছার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এরপর ইমামের হাত ধরে তিনি শপথ নেন, আর কখনো মেয়েলি অঙ্গভঙ্গিতে কনটেন্ট তৈরি করবেন না।
জাতীয় নাগরিক কমিটি মুক্তাগাছা শাখার সদস্য মাকামে মাহমুদ বলেন, ‘মেয়েলি অঙ্গভঙ্গি দিয়ে কনটেন্ট তৈরি করায় সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে। যে কারণে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। বিষয়টি সমাধান করতে সাব্বির মসজিদে গিয়ে মুচলেকা দেন এবং সেই ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়, যাতে মানুষের ক্ষোভ প্রশমিত হয়।’
মুফতি আব্দুল হালিম কাসেমী বলেন, ‘ইমু সাব্বির যে কনটেন্ট তৈরি করছে, তা সমাজে সমকামিতা উসকে দিচ্ছে। ছাত্র-জনতার নজরে আসায় তারা ক্ষুব্ধ হয়েছে। তাই প্রতিবাদ জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সাব্বির মসজিদে এসে মুচলেকা দিয়েছেন এবং শপথ করেছেন। আমরা তাঁকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে কনটেন্ট ক্রিয়েটর সাব্বির হোসেন আজকের পত্রিকা'কে বলেন, ‘অভাবের সংসারের হাল ধরতে চার বছর ধরে ভিডিও কনটেন্ট তৈরি করে আসছি। বুঝেশুনে কখনো ইসলাম ও সমাজবিরোধী কোনো কাজ করিনি। তবে এখন বুঝতে পেরেছি, এই কাজ করা আমার ঠিক হয়নি। আমি কিশোরগঞ্জ চলে গিয়েছিলাম। পরে ভেবে দেখলাম, প্রিয় জন্মভূমি ছেড়ে থাকা সম্ভব নয়। তাই মসজিদে গিয়ে হুজুরের কাছে ক্ষমা চেয়েছি।’ তিনি আরও বলেন, ‘কিছু ভিডিও ইতিমধ্যে ডিলিট করা হয়েছে। ভবিষ্যতে মেয়েলি পোশাকে আর ভিডিও করব না।’
আরও খবর পড়ুন:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে কোরবান আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পুলিশ জানিয়েছে, তিনি একজন ডাকাত সর্দার এবং তাঁর বিরুদ্ধে ডাকাতির ৮ টির মামলা রয়েছে। সব মিলিয়ে তিনি ১০ মামলার আসামি।
১৩ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের এক আবাসিক শিক্ষার্থীর নামে ‘মাদক সেবন করে উচ্ছৃঙ্খল ও উগ্র আচরণের’ অভিযোগ উঠেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আজ বুধবার রাত ১টার দিকে মাদক সেবন করে হলের নিচতলায় ও ১০৬ নম্বর রুমে জোরে লাথি...
১ ঘণ্টা আগেগোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে ১০ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। আজ শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কুশলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেফেনীর কসকা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন রিকশার দুই যাত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজির দিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে