Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

পৌর নির্বাচনে প্রার্থী হয়ে বহিষ্কার বিএনপি নেতা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

পৌর নির্বাচনে প্রার্থী হয়ে বহিষ্কার বিএনপি নেতা

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ায় উপজেলা বিএনপির সদস্যসচিব ফখরুজ্জামান মতিনকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বহিষ্কারের বিষয়ি তিনি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত বুধবার বিষয়টি জানানো হয়। এতে উল্লেখ করা হয়, মতিনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত না মেনে ৯ মার্চ বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করায় এবং দল পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জানতে চাইলে আজ শুক্রবার মেয়র প্রার্থী ফখরুজ্জামান মতিন বলেন, ‘আমাকে বহিষ্কার করার বিষয়টি জেনেছি। তবে কী কারণে বহিষ্কার করা হয়েছে সেটা জানি না। তা ছাড়া বহিষ্কারের কোনো চিঠিও পাইনি। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি।’ 

বহিষ্কারের কারণে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি।’ 

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে গিয়ে পৌর নির্বাচনে অংশ নেওয়ায় মতিনকে বহিষ্কার করা হয়েছে। 

বকশীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব ফখরুজ্জামান মতিন পৌর নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারিকেল গাছ প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন তিনি। মেয়র পদে তিনিসহ চার প্রার্থী রয়েছেন।

হাট ইজারায় কোটি টাকায় সমঝোতা

জনস্বাস্থ্যের প্রকল্পে দুর্নীতি: জামানতের ৫ গুণ বেশি আদায়

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১১

পাহারাদারকে হত্যা করে গরুর খামারে লুট

টেলিফোন সংযোগ নেই, বিল এল ১৭ হাজার

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা