Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

‘ঘুষ লেনদেন’ করা সেই অফিস সহায়ক–নায়েবকে বদলি

মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) 

‘ঘুষ লেনদেন’ করা সেই অফিস সহায়ক–নায়েবকে বদলি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাজিবপুর ইউনিয়ন ভূমি অফিসে নামজারি খারিজ করতে ‘ঘুষ লেনদেন’ করা সেই অফিস সহায়ক এবং অভিযুক্ত নায়েবকে বদলি করা হয়েছে। আজ সোমবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

অভিযুক্ত নায়েব মো. সানোয়ার হোসেনকে গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়ন ভূমি অফিসে এবং অফিস সহায়ক আহাম্মদকে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বদলি করা হয়।

মাহবুবুর রহমান জানান, অফিস সহায়ক আহাম্মদের টাকা লেনদেনের একটি ভিডিও প্রকাশ পায়। প্রাথমিক তদন্তে বিষয়টির সত্যতা মিললে তাৎক্ষণিক তাঁকে শোকজ করা হয়। পরে এ বিষয়ে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠালে অফিস সহায়ক আহাম্মদকে বদলির আদেশ দেন।

অপরদিকে নায়েব মো. সানোয়ার হোসেনের বিরুদ্ধে গত ২৩ নভেম্বর স্থানীয় ১২৬ জন ভুক্তভোগী লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে নায়েবের কাছে তাঁর লিখিত বক্তব্য চাওয়া হয়। পরে নায়েবের লিখিত বক্তব্যসহ ভুক্তভোগীদের অভিযোগের কপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠালে নায়েবকেও বদলির আদেশ দেন। 

এ ছাড়া ২৭ নভেম্বর নায়েব এবং অভিযোগকারীদের শুনানির তারিখ নির্ধারিত হলে অর্ধশত ভুক্তভোগী এতে উপস্থিত হন এবং নায়েবের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। পরে নায়েবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ফের প্রতিবেদন পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নামজারি খারিজের সরকারি ফি ১ হাজার ১০০ টাকা। কিন্তু অভিযোগ ওঠে ওই খারিজ সম্পন্ন করতে রাজিবপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. সানোয়ার হোসেনকে ঘুষ দিতে হয় ৮ হাজার থেকে ৩০ হাজার টাকারও বেশি। তবে সেই টাকা নায়েব নিজের হাতে না নিয়ে কৌশলে তাঁর অফিস সহায়ক আহাম্মদ এবং তাঁর প্রতিবেশী এক ভাতিজা হিরকের মাধ্যমে লেনদেন করতেন। সম্প্রতি খারিজের জন্য অফিস সহায়কের ঘুষের টাকা লেনদেনের একটি ভিডিও প্রকাশ পায়।

এ বিষয়ে গত ২৩ নভেম্বর ‘নায়েবের ‘ঘুষ লেনদেন’ করেন অফিস সহায়ক ও তাঁর ভাতিজা’—শিরোনামে আজকের পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশিত হলে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মরণে ‘চিরভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর