Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে ব্রহ্মপুত্রে ঝাঁপ কিশোরের, মারা গেল দুজনেই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে ব্রহ্মপুত্রে ঝাঁপ কিশোরের, মারা গেল দুজনেই

নদে গোসলে নেমে ডুবে যাচ্ছিল এক শিশু। এ সময় তাকে বাঁচাতে নদে ঝাঁপ দেয় আরেক কিশোর। এরপর দুজনেই নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে। আজ সোমবার ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের বটতলা বালুর ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে।

বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ একজনকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অন্যজনকে রাত ৮টার দিকে নদ থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।’ 

মারা যাওয়া শিশু-কিশোর হলো উচাখিলা ইউনিয়নের উজানচর নওপাড়া এলাকার আবদুল কাদিরের ছেলে ফয়সাল (১৫), অপরজন একই এলাকার শিরু মিয়ার ছেলে পৃথিবী (১২)। 

উজানচর নওপাড়া এলাকার বাসিন্দা নুরুল হক জানান, আজ বিকেলে বালুর ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকা দিয়ে যাত্রী পারাপার করছিল ফয়সাল। ওই সময় গোসলে নামে শিশু পৃথিবী। ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে ফয়সাল নদে ঝাঁপ দেয়। এ সময় সেও নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করে। 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পি এস এম মোস্তাছিনুর রহমান বলেন, ‘ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়া দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

হাট ইজারায় কোটি টাকায় সমঝোতা

জনস্বাস্থ্যের প্রকল্পে দুর্নীতি: জামানতের ৫ গুণ বেশি আদায়

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১১

পাহারাদারকে হত্যা করে গরুর খামারে লুট

টেলিফোন সংযোগ নেই, বিল এল ১৭ হাজার

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা