Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভোটের দিন স্বামী বাড়ি ফেরার পথে শিশুসহ মা নিখোঁজ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ভোটের দিন স্বামী বাড়ি ফেরার পথে শিশুসহ মা নিখোঁজ

বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন মোছা. কুসুম। সেখানে দুই দিন থেকে ভোটের দিন গত ৭ জানুয়ারি স্বামীর বাড়ি ফেরার পথে তিন বছর বয়সী ছেলে ইয়াছিনসহ নিখোঁজ হন তিনি। সপ্তাহ পেরিয়ে গেলেও তাঁর সন্ধান মেলেনি। 

কুসুম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী গ্রামের দেলোয়ার হোসেন সুমনের মেয়ে। 

পরিবারের সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে ত্রিশাল পৌরসভার উজানপাড়া গ্রামের কামাল হোসেনের সঙ্গে বিয়ে হয় কুসুমের। এর মধ্যে ছোটখাটো মনোমালিন্য বাদে ভালোই চলছিল তাঁদের সংসার। 

কুসুমের বাবা সুমন বলেন, ‘আমার মেয়ে এবং নাতিকে এক সপ্তাহ ধরে খুঁজে পাচ্ছি না। ভোটের দিন স্বামীর বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে ছিল সে। এরপর থেকেই আর খুঁজে পাচ্ছি না। এমন কোনো আত্মীয়–স্বজন নেই যাদের বাড়িতে খোঁজ নেইনি। শেষে নিরুপায় হয়ে ত্রিশাল থানায় ও  পুলিশ সুপার (পিবিআই) ময়মনসিংহ বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।’ 

নিখোঁজ কুসুমের স্বামী কামালের সঙ্গে এ বিষয়ে কথা বলতে তাঁর ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘এ বিষয়ে আমি এখনো জানি না। তবে খোঁজখবর নিয়ে দেখব।’

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মরণে ‘চিরভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর