Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইসলামপুরে ভূমি উপসহকারীর ঘুষ-বাণিজ্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুরে ভূমি উপসহকারীর ঘুষ-বাণিজ্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা মমিনুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও ঘুষ-বাণিজ্যের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ঝাড়ু মিছিল করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের বেনুয়ারচর বাজারে ঝাড়ু মিছিল করেন তাঁরা। 

চরপুটিমারী ইউনিয়ন পরিষদ (ইউপি) মাঠ থেকে ঝাড়ু মিছিলটি বের হয়ে ভূমি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য দেন চরপুটিমারী ইউপি সদস্য শামসুল হক, মোতালেব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কামরুজ্জামান লাভলু, যুবলীগ নেতা ইমরান প্রমুখ।

দীর্ঘদিন সেবা নিতে আসা ভূমিমালিকদের হয়রানি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মমিনুল ইসলামের বিরুদ্ধে। এরই পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ এলাকাবাসী আজ ঝাড়ু মিছিল করে। এর আগে মমিনুল ইসলামের প্রকাশ্যে ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চরপুটিমারী ইউনিয়ন ভূমি কার্যালয়ে ২০ হাজার টাকার নিচে জমির খারিজ হয় না। কাগজপত্রে ত্রুটি থাকলে ঘুষের টাকার অঙ্ক দ্বিগুণ হয়ে যায়। এ নিয়ে ভুক্তভোগীরা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করলেও কোনো প্রতিকার মেলেনি।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কামরুজ্জামান লাভলু বলেন, ‘কয়েক মাস আগে জমি খারিজ করতে গেলে আমার কাছ থেকে মমিনুল ইসলাম অতিরিক্ত ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এ ছাড়া আমার এক আত্মীয়ের কাছ থেকেও সরকার নির্ধারিত ফির দ্বিগুণ টাকা আদায় করেছেন তিনি।’

চিনারচর এলাকার নাজমা বেগম বলেন, ‘ঘুষ ছাড়া ভূমি কর্মকর্তা মমিনুল ইসলাম কোনো জমির খারিজ করেন না। আমার ১০ শতাংশ জমির খারিজ করতে তিনি ১৯ হাজার টাকা নিয়েছেন।’

তবে ঘুষ লেনদেনের বিষয়টি মিথ্যা দাবি করে চরপুটিমারী ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী মমিনুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমার কোনো দোষ নেই। একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আশরাফ আলী বলেন, ‘এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।’

হাট ইজারায় কোটি টাকায় সমঝোতা

জনস্বাস্থ্যের প্রকল্পে দুর্নীতি: জামানতের ৫ গুণ বেশি আদায়

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১১

পাহারাদারকে হত্যা করে গরুর খামারে লুট

টেলিফোন সংযোগ নেই, বিল এল ১৭ হাজার

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা