ঈশ্বরগঞ্জে ধানখেতে কাজ করতে গিয়ে জালাল উদ্দিন (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামে এ ঘটনা ঘটে। জালাল উদ্দিন ওই গ্রামের মৃত কসুম উদ্দিনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জালাল আগে থেকেই মৃগীসহ নানান রোগে আক্রান্ত ছিলেন। আজ সকালে বাড়ি থেকে খেয়ে নিজের ধানখেতে কাজ করতে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পরিবার ধারণা করছে, খেতে কাজ করার সময় মৃগীরোগ শুরু হলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া, মাইজবাগ ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ।
জালাল উদ্দিন পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে আছে; স্ত্রী ১০ মাসের অন্তঃসত্ত্বা। সরেজমিনে দেখা যায়, ছেলে হারিয়ে মা, স্বামী হারিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রী এবং বাবাকে হাররিয়ে ছোট ছেলেমেয়েদের আহাজারি।
জালাল উদ্দিনের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার পারভেজ। চেয়ারম্যান বলেন, 'জালাল উদ্দিন অত্যন্ত ভালো মানুষ ছিল। কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। তবে তার অকালমৃত্যুতে পরিবারটি নিঃস্ব হয়ে গেল।' সর্বদা এই পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাসও দেন চেয়ারম্যান।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া বলেন, 'নিহত জালাল উদ্দিনের মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর দাবিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'