Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

পায়ুপথ থেকে বের করা হলো ১০ লাখ টাকার হেরোইন

জামালপুর প্রতিনিধি

পায়ুপথ থেকে বের করা হলো ১০ লাখ টাকার হেরোইন

জামালপুরে র‍্যাবের অভিযানে আটক পিয়ারুল ইসলাম (৩৫) নামের এক মাদক কারবারির পায়ুপথ থেকে প্রায় ১০ লাখ টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার ছোনটিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে তাঁর পায়ুপথ থেকে হেরোইনের দুটি প্যাকেট উদ্ধার করা হয়।

আটক ওই মাদক কারবারি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজশাহী থেকে হেরোইনের চালান নিয়ে জামালপুরে যাচ্ছিলেন।

গতকাল রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‍্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী থেকে পেটের ভেতর বহন করে হেরোইনের একটি চালান জামালপুর আসার খবর পেয়ে ছোনটিয়া এলাকায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে পিয়ারুল ইসলামকে আটক করা হয়।

পরে পিয়ারুলকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে শারীরিক পরীক্ষা করে তাঁর পায়ুপথে ‘ফরেন অবজেক্ট’ শনাক্ত হয়। পরে তাঁর পায়ুপথে থাকা কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ছোট দুটি প্যাকেট বিশেষ পদ্ধতিতে বের করে আনা হয়। দুটি প্যাকেটে এক শ গ্রাম হেরোইন ছিল। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। এই ঘটনায় জামালপুর সদর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, গতকাল রোববার রাতে পিয়ারুল ইসলামকে সদর থানায় হস্তান্তর করা হয়। পরে আজ সোমবার সকালে মাদক মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১১

পাহারাদারকে হত্যা করে গরুর খামারে লুট

টেলিফোন সংযোগ নেই, বিল এল ১৭ হাজার

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মরণে ‘চিরভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড