ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর এক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-ময়মনিসংহ মহাসড়কের বৈলর বড় পুকুরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ত্রিশালের ধানীখোলা গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে মিলন মিয়া (৩৫)। তবে আরেকজনের পরিচয় জানা যায়নি।
ত্রিশাল ফায়ার সার্ভিস ও থানা সূত্রে জানা গেছে, ঢাকামুখী দাঁড়িয়ে থাকা বিকল একটি ট্রাকের পেছন দিকে আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাছ পরিবহনকারী ভ্যানগাড়ির চালক ও ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার নিহত হন। আহত তিনজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে ঢাকাগামী বিকল ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়।
এ সময় সড়কের পাশে থাকা ভ্যানের ওপরে ধাক্কা খাওয়া ট্রাকটি উঠে যায়। এতে ভ্যানচালক ও ট্রাকের সহকারী মারা যান। তিনি আরও বলেন, নিহতদের উদ্ধার করে ত্রিশাল থানায় নিয়ে আসা হয়েছে। দুই ট্রাকের চালক পলাতক রয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।