Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর এক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-ময়মনিসংহ মহাসড়কের বৈলর বড় পুকুরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন ত্রিশালের ধানীখোলা গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে মিলন মিয়া (৩৫)।  তবে আরেকজনের পরিচয় জানা যায়নি।  

ত্রিশাল ফায়ার সার্ভিস ও থানা সূত্রে জানা গেছে, ঢাকামুখী দাঁড়িয়ে থাকা বিকল একটি ট্রাকের পেছন দিকে আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাছ পরিবহনকারী ভ্যানগাড়ির চালক ও ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার নিহত হন। আহত তিনজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে ঢাকাগামী বিকল ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়।

এ সময় সড়কের পাশে থাকা ভ্যানের ওপরে ধাক্কা খাওয়া ট্রাকটি উঠে যায়। এতে ভ্যানচালক ও ট্রাকের সহকারী মারা যান। তিনি আরও বলেন, নিহতদের উদ্ধার করে ত্রিশাল থানায় নিয়ে আসা হয়েছে। দুই ট্রাকের চালক পলাতক রয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

হাট ইজারায় কোটি টাকায় সমঝোতা

জনস্বাস্থ্যের প্রকল্পে দুর্নীতি: জামানতের ৫ গুণ বেশি আদায়

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১১

পাহারাদারকে হত্যা করে গরুর খামারে লুট

টেলিফোন সংযোগ নেই, বিল এল ১৭ হাজার

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা