নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুকুরে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার উপপরিদর্শক সফিউল আলম।
নিহত ব্যক্তির নাম সোহেল মিয়া (২৭)। তিনি খিদিরপুর গ্রামের আবু সিদ্দিকের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, খিদিরপুর গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী সোহেল মিয়া মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির পাশের পুকুরে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচ পাম্প চালু করতে যান। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পরিবারের সদস্যরা জানান, সোহেল কিছুদিন আগেই বিয়ে করেছিলেন। নববধূকে বাড়িতে উঠিয়ে আনার আগেই মৃত্যু হয় তাঁর।
কেন্দুয়া থানার উপপরিদর্শক সফিউল আলম জানান, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।